খাবারের গুঁড়োয় মিলল সোনার গুঁড়ো

খাবারের গুঁড়োয় মিলল – জুতার সোলে, শরীরে জড়িয়ে বা এমনকি পায়ুপথে করে সোনা পাচারের সোনা পাচারের উদাহরণ রয়েছে।

তবে মূল্যবান এ ধাতবকে গুঁড়ো করে খাবারের গুঁড়োর সঙ্গে মিশিয়ে আনার অভিনব পন্থা এর আগে দেখা যায়নি।

আজ শনিবার ভারতের দমদম বিমানবন্দরে এমন অভিনব পন্থায় সোনা পাচারের সময় গ্রেফতার হয়েছে এক যুবক। খবর- টাইমস অব ইন্ডিয়া

দমদম এয়ার ইনটেলিজেন্স ইউনিট সূত্রের খবর, যুবকটি বিমানে দুবাই থেকে কলকাতায় আসেন। তার হাত ব্যাগে প্রচুর সম্পূরক খাবারের প্যাকেট ছিল।

এসব প্লাস্টিক প্যাকেটের কাছে মেটাল ডিটেক্টর নিতেই এতে ধাতব বস্তু রয়েছে বলে সংকেত দেয় যন্ত্রটি। প্রথমে প্যাকেট খুলে খাবারের মতো গুঁড়ো ছাড়া কোনো ধাতবের সন্ধান পান নি শুল্ক গোয়েন্দারা।

এসব খাবারগুঁড়ো কিসের আর কী উপাদানে তৈরি তা অনেকক্ষণ যাবত পরীক্ষা করে রীতিমতো অবাক হয়ে যান তারা।

কারণ এসব খাবারের গুঁড়োয় লুকিয়ে ছিল সোনার গুঁড়ো। সেই গুঁড়ো আলাদা করে গলিয়ে তা থেকে দু’টো সোনার বার বানায় শুল্ক দফতর। এ বার দুটো ওজনের পর জানা যায়, মোট ৯৭০ গ্রাম সোনাকে গুঁড়ো করে এভাবে লুকিয়ে এনেছেন এই সোনা পাচারকারী। যার ভারতীয় বাজার মূল্যে ২৮ লক্ষ রুপি।

সম্প্রতি ভারতের হায়দ্রাবাদ বিমানবন্দরেও অভিনব পন্থায় সোনা পাচারের ঘটনা ঘটেছে। সে ঘটনায় সোনার পেস্ট উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। যা দেখে প্রথমে মানুষের মল ভেবে ভুল করেছিলেন তারা।

তবে এভাবে ফুড সাপ্লিমেন্টে সোনার গুঁড়ো মিশিয়ে পাচারের চেষ্টা দেখে আরও সর্তক হয়েছেন ভারতের গোয়েন্দারাও।