‘এ যুদ্ধ আপনার সব অর্জন ধ্বংস করে দেবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ড নামে পরিচিত কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। তিনি বলেছেন, ‘আপনি যদি যুদ্ধ শুরু করেন, তবে আমরা এর ইতি টানব। এ যুদ্ধ আপনার সব অর্জন ধ্বংস করে দেবে।’

গত ২৩ জুলাই টুইটারে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে দেওয়া ট্রাম্পের হুমকির পর পরই এ কড়া হঁশিয়ারি দিলেন ইরানের বিপ্লবী গার্ডসের কুদস বাহিনীর প্রধান মেজর-জেনারেল কাসেম সোলাইমানি।

সোলাইমানি বলেছেন, ‘একজন সেনা হিসাবে আপনার হুমকির জবাব দেওয়ার দায়িত্ব আমার… আপনি হুমকির ভাষা ব্যবহার করতে চাইলে আমার সঙ্গে কথা বলুন, প্রেসিডেন্টের (হাসান রুহানি) সঙ্গে বলবেন না। আপনার বক্তব্যের জবাব দেওয়া আমাদের প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে খাপ খায় না।’

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তিনি বলেছেন, ‘আমরা আপনাদের কাছেই, এত কাছে যে আপনি কল্পনাও করতে পারবেন না… আসুন। আমরা প্রস্তুত… আপনি যুদ্ধ শুরু করলে আমরা এর ইতি টানব। আপনি জানেন, এ যুদ্ধে আপনার যা কিছু আছে তার সবই ধ্বংস হবে।’

লোহিত সাগর আর যুক্তরাষ্ট্রের বাহিনী দ্বারা সুরক্ষিত নয় উল্লেখ করে সোলেইমানি বলেছেন, ‘ট্রাম্পের জেনে রাখা উচিত, আমরা শহীদের জাতি। আমরা তাদের জন্য অপেক্ষা করছি।’

এর আগে ট্রাম্পকে হুঁশিয়ারি জানিয়ে রুহানি বলেছিলেন, সিংহের লেজ নিয়ে খেলা করবেন না এবং ইরানের সঙ্গে যুদ্ধ হবে সবচেয়ে বড় যুদ্ধ।

পর দিনই রুহানিকে সরাসরি লেখা টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না। তাহলে এমন ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে, যা ইতিহাসে খুব কমই ঘটেছে।’
ইংরেজি বড় হাতের অক্ষরে ট্রাম্প টুইটারে আরও লিখেছেন, ‘আমরা সেই দেশ আর নেই যে আপনার সহিংসতা ও হত্যার অভিশাপভরা কথার পক্ষে দাঁড়াব। সতর্ক হোন!’