এবার ১৫ বছরের ছাত্রকে নিয়ে পালালেন ২৯ বছরের শিক্ষিকা

শিক্ষকতা, যা একটি মহান পেশার নাম। যিনি থাকেন সবার আদর্শ কিন্তু সেই শিক্ষিকা যদি করে নিকৃষ্ট কোন কাজ তাহলে সবার মত বদলে যায়। এই দুই একজন শিক্ষিকার এর জন্য কলঙ্কিত হয় পুরো শিক্ষক জাতি। তেমনি নিকৃষ্ট এক ঘটনা ঘটিয়েছইলেন এক শিক্ষকা। প্রেমের কারণে অনেক কিছুই ঘটে যায়। যা কিনা আগে থেকেই বোঝা যায় না। তবে নিজের বয়সের অর্ধেকের কোনো কম বয়সীকে নিয়ে কোনো শিক্ষিকা পালাতে পারে ভালোবেসে এমন ঘটনা নিশ্চয় মানুষের টনক নাড়িয়ে দেবে। এরকমই এক ঘটনা ঘটেছে হরিয়ানার চণ্ডীগড়ে।

বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সের এক শিক্ষিকা ছাত্রের সঙ্গে পালিয়ে গেছেন। ছাত্রের বয়স ১৫। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ওই শিক্ষিকা। ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন নাবালক ছাত্রটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজির পরে পরিবারের লোকেরা জানতে পারে যে, স্কুলের শিক্ষিকার সঙ্গে ওই ছাত্রকে দেখা গিয়েছে। এর পরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবার।

তদন্তে নেমে জম্মু কাশ্মীরের কাত্রা থেকে ওই শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নাবালক ছাত্রটিকেও। পুলিশ জানতে পেরেছে, স্কুলে পড়ার সময়েই দুজন একে অপরের ফোন নম্বর আদানপ্রদান করে। ফোনেও সারাদিন কথা হত দুজনের মধ্যে। তার পরেই পালানোর ছক কষে তারা।

জানা গিয়েছে, প্রথমে তারা হিসারে যায়, সেখান থেকে দিল্লি হয়ে, জম্মু-কাশ্মীরের কাত্রা যায় তারা। ফোনের লোকশন ট্র্যাক করে অভিযান চালায় পুলিশ। তবে ওই ছাত্র স্বেচ্ছায় শিক্ষিকার সঙ্গে গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।