ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠন সভাপতি আহমেদ নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন ডুসাকের অন্যতম উপদেষ্টা পেট্রোবাংলা কর্মকর্তা আব্দুল মান্নান,সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন তাজ, মোঃ হাসানুজ্জামান পলাশ, মিজানুর রহমান পিকুল, সাইফুর রহমান সোহেল, তুষার আল আরাফাত, ফরিদা পারভিন, সাবেক সম্পাদক ইশতিয়াক বুলবুল পিয়াস সহ ডুসাকের সকল কার্যকরী সদস্য এবং সাধারন ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে অর্ধশত নবীন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশকালে একজন শিক্ষার্থী ডুসাকের এমন জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়ায় ডুসাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডুসাকে সাথে থেকে কাজ করার ও ডুসাকের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ডুসাকের অন্যতম উপদেষ্টা আব্দুল মান্নান ডুসাকের ইতিহাসে এই প্রথম এত বেশি নবীন শিক্ষার্থীদের উপস্থিতি দেখে পরবর্তীতে যেন আরো বেশি বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় সেই লক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল কলেজে নিয়মিত শিক্ষামূলক সেমিনার করার আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে ডুসাক উপদেষ্টা তরিকুল ইসলাম বলেন ঢাবিতে যেমন সবাই এক হয়ে ডুসাকের সাথে থেকে চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব করি ঠিক তেমনি চুয়াডাঙ্গার শিক্ষার মানোন্নয়নে একহয়ে কাজ করতে হবে এবং ডুসাকের সকল শিক্ষার্থীদের সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ডুসাক সভাপতি আহমেদ নয়ন ডুসাক কার্যকরী কমিটি ২০১৮-১৯ এর অর্থবাজেট এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেন এছাড়াও তিনি ডুসাকের সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক এবং সকল শিক্ষার্থীদের ডুসাকের সাথে
থেকে কাজ করার আহবান জানান।