সেদিন থেকে
আশরাফুল এমডি
সেদিন এ চোখে দেখেছি তোমায়
প্রথম দেখায় জড়িয়েছি মায়ায়।
রেখেছি তোমায় আমার মনের ছায়ায়
তুমি ছিলে তুমি আছো ভালবাসায়।।
চোখের দেখা আমার সেই তুমি
তোমায় ভালবেসেছি প্রথম আমি।
তুমি আমার স্বর্ণ এর চেয়ে দামি
এ জীবনে তুমি একমাত্র প্রেমী।।
দিন যায়,মাস আসে চলে যায় প্রতিক্ষণ
তুমি যত দুরে যাও ততবেশি ভালবাসে মন।
নীল আকাশ দেখি না,স্বপ্ন তুমি এখন
তোমায় দিয়েছি আজ আমার জীবন।।
তোমার ঐ দুটো চোখ আর ঠোঁটের হাঁসি
মন চায় বার বার তোমার কাছে আসি।
সেই তুমি যাকে আমি মন ছুঁয়ে ভালোবাসি
আমি তোমার হতে পারি কি স্বপ্নাকাশী।