যে সাজা প্রদান করা হয়েছে মালেশিয়ায় আটক বাংলাদেশিসহ ৮৫ জনকে

মালয়েশিয়া চলমান মেগা থ্রির অভিযানে গ্রেফতার করা বাংলাদেশি সহ ৮৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন কুয়ালালামপুরের আদালত।

গত ২৫জুলাই (মঙ্গলবার) আটককৃতদের বিরুদ্ধে কাজের অনুমতি না থাকা এবং কাজের অনুমতি না থাকার পরেও দীর্ঘদিন অবস্থান করার আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ থেকে পাঁচ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক হারিত সাম বিন মোহাম্মদ ইয়াসিন।

এছাড়াও দুই জন মালয়েশিয়ান মালিক লিম সোআন বোন কে মালয় রিংগিত ৫হাজার ( টাকা ১ এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান অপার মালয়েশিয়ান নাগরিক তান পিক ইয়েনকে (৩৭) মালাই রিংগিত ৪৫হাজার (টাকা ৫ লক্ষ্য) জরিমানা অনাদায়ে ৫ মাসের কারাদন্ড প্রদান করেন।

বিভিন্ন দেশের অবৈধ শ্রমিক কাজে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক নুর হিদাইয়া বিনতি আলহি । সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে বাংলাদেশ , ইন্দোনেশিয়া , ভিয়েতনাম , মায়ানমার ,ইন্দিয়া এবং নেপালের নাগরিক ।