আপনাকে হুরুব মেরেছে, দেশে যেতে চাচ্ছেন কিন্তু পারছেন না? সৌদি প্রবাসীরা জেনে নিন কিভাবে দেশে যাবেন…

আপনাকে হুরুব মেরেছে . দেশে যাইতে চাইতেছেন কিন্তু পারছেন না .
আসুন জেনে নিই কিভাবে দেশে যাবেন

১. আপনার কফিলের মাধ্যমে হুরুব কাটানোর চেষ্টা করুন . যদি না হয় তাহলে
২. বাংলাদেশ এম্বাসি তে যান . উনারা আপনাদের কে সাহায্য করবে .
এতেও যদি কাজ না হয়

তাহলে
৩. আপনাকে যে কোন নিকটবর্তী থানায় গিয়ে ধরা দিতে হবে . টানা ৩-৪ দিন আপনার কফিল কে ডাকা হবে . যদি আপনার কফিল না আসে তাহলে সর্বোচ্চ ১ সপ্তাহের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে .
আর বর্তমানে হজ্জের ফ্লাইট গুলো খালি যাওয়াতে তারাতারি দেশে পাঠানোর একটা সুযোগ রয়েছে .
তবে এক্ষেত্রে আপনি ৫ বছরের আগে সৌদি তে ডুকতে পারবেন না .