আগ্রাসীদের হাত ভেঙে দেয়া হবে: ইরানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে আগ্রাসীদের হাত ভেঙে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি নিক।

শুক্রবার এক অনুষ্ঠনে তিনি বলেন, আগ্রাসীরা মধ্যপ্রাচ্যের যেখানেই হস্তক্ষেপ করবে সেখানেই তাদের হাত ভেঙে দেয়ার ক্ষমতা ইরানের আছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ছাড়াও দেশেটির সীমানার ভেতরে যুদ্ধ টেনে আনার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে চেষ্টা করছে তা সফল হবে না। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের কেন্দ্র এবং গত পাঁচ বছরে ইরাক ও সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে শত্রুদের পরাজিত করেছে ইরান।