সৌদি আরবের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পর্যটকদের আকর্ষণ করতে জাতীয়ভাবে একটি প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিবন্ধনের কার্যক্রম চলছে। এগুলো পর্যটকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
কয়েকদিন আগে ৪৩টি প্রত্নতাত্ত্বিক স্থান নিবন্ধন করেছে সৌদি আরবের জেনারেল ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ অথরিটি। এরমধ্যে ২৬টিই পবিত্র ভূমি মক্কায়। এ তালিকায় রয়েছে আল-তাইফ শহরের আল-হাফাইরা, আল-জুমুম গ্রামের দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আসির অঞ্চলের ৯টি স্থান, বেলকর্ন শহরের একটি জায়গা, শেফা সাদের একটি স্থান ও তাথলিথের ওয়াদি নিয়ামের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
এ বছরের প্রথম ভাগে আরও ৩২টি স্থানকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোষণা করে সৌদি সরকার। সব মিলিয়ে এই প্রকল্পের অংশ হিসেবে দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ হাজার ২৬৮টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিবন্ধন করা হলো।
এদিকে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানগুলোর ডকুমেন্টেশনের জন্য জাতীয় ইলেকট্রনিক রেজিস্টার প্রতিষ্ঠা করেছে জেনারেল ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ অথরিটি। এর ফলে সুরক্ষা ও উন্নয়নে কাজ করা সহজতর হবে।
সূত্র: আরব নিউজ