এবার অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সৌদি সরকার!

মুসলিম জাতির জন্য পবিত্র একটি শহর হল মক্কা মদিনা। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে পবিত্র কাবা শরীফে হজ্জ করতে। এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে এবার আগামী ১ মাসের জন্যে সৌদি আরবের ভেতরের স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের সৌদি আরব প্রবাসীদের হজ পালনের জন্য অনুমোদন কাগজ ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। তবে পবিত্র নগরী মক্কার বাসিন্দা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রবেশ করতে কোনো বাধা নেই।

মদিনা চেক পোস্টের নিরাপত্তায় থাকা এক কর্মকর্তা বলেন, পবিত্র মক্কায় বিভিন্ন দেশের হাজীদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে। ভিড় কমাতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেদ্দা, মক্কা ও তাফেফ মদিনাসহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা।

তিনি বলেন, যাদের পবিত্র মক্কার আকামা আছে ও যারা হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করছে ও খাদ্য প্রদান করে তারা মক্কায় প্রবেশ করতে পারবেন। যারা তায়েফ বা রিয়াদে যেতে চায় তাদের জেদ্দা- তায়েফের মহাসড়ক ব্যবহার করতে হবে।

সৌদি পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শমরনী বলেন, যারা হজ করবেন তারা অবশ্যই মক্কায় যাবে। জেদ্দা থেকে অনেক গাড়ি চালকসহ গাড়িভর্তী যাত্রীদের ইকামা চেক করে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। ইকামা ও মক্কা প্রবেশের অনুমোদন কাগজ পেয়েছে এমন পুলিশই প্রবেশ করতে পারবে।

তিনি বলেন, হজের অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের তথ্য, ফিঙ্গারপ্রিন্ট ও ইকামার কপি রেখে দিচ্ছে নিরাপত্তা বাহিনী। নাগরিক ও প্রবাসী আইন অনুযায়ী, স্থানীয় ও প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আদেশ অমান্য করলে। স্থানীয়দের মধ্যে যারা অবৈধভাবে হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করবে তাদের গ্রেফতার করা হবে ও তাদের যানবাহন জব্দ করা হবে। আর প্রবাসীদের মধ্যে যারা হজের অনুমোদন না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের দেশে ফেরত পাঠানোসহ ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করা হবে।