সৌদি যুদ্ধজাহাজে হুথি বিপ্লবীদের হামলা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা দেশের পশ্চিমাঞ্চলীয় উপকূলে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে এ হামলা চালায় হুথিরা।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন আজ (বুধবার) জানিয়েছে, দেশের নৌ সেনারা সৌদি আরবের ‘দাম্মাম’ যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সৌদি আরব কোনো মন্তব্য করে নি। এছাড়া, হামলায় যুদ্ধজাহাজটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও জানা যায় নি।
সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশি ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারাও সৌদি আরবের যুদ্ধাজাহাজ লক্ষ্য করে প্রায় নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। সৌদি আরব যেসব লক্ষ্য নিয়ে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়েছে তার একটিও এ পর্যন্ত অর্জন করতে পারে নি। অবশ্য, সৌদি আগ্রাসনে ইয়েমেনে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে