চার দিনের দিল্লি সফরে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের বিষয়ে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে বলা হয়েছে, সফর ফলপ্রসূ হয়েছে। দিল্লির নেতারা বলেছেন, তারা বাংলাদেশে সবসময়ই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার সকালে বনানীতে জাপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়টি তুলে ধরেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
সংবাদ সম্মেলনটি ডেকেছিলেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দিল্লি সফর শেষে জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু তিনি উপস্থিত কেন ছিলেন না, এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয় নাই। এছাড়া সংবাদ সম্মেলনে কোন ধরনের প্রশ্ন করার সুযোগ রাখেনি জাতীয় পার্টি।
গত ২২ জুলাই এরশাদের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ভারত সফর করেন। ওই সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার সফর সঙ্গীহন।
২৫ জুলাই ভারত সফর শেষে দেশে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সাথে আলোচনা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে থেকে জানানো হয়, বরিশাল সিটির উন্নয়নের স্বার্থে আসন্ন সিটি নির্বাচন থেকে জাতীয় পার্টির প্রার্থীকে সরে দাঁড়াতে নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার প্রমুখ।