পাক নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

পাকিস্তান পার্লামেন্টের জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। যেখানে এগিয়ে রয়েছে সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এদিকে পাকিস্তানের নির্বাচনে কড়া নজর রেখে এই নির্বাচনের ফলাফলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের মতো এই নির্বাচন নিয়ে একই প্রশ্ন তুলছে বিরোধীরাও। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ। পাশাপাশি এই ফলকে প্রত্যাখ্যানও করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি বলেন, এই ফলাফল পূর্ব নির্ধারিত। ইমরানকে সেনাবাহিনীর সমর্থনের অভিযোগও সামনে এসেছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হয়। ৩০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে ইমরান খানের দল পিটিআই ১১৩ টি আসনে এগিয়ে আছে। পিএমএল-এন ৬৬ আসনে এবং পিপিপি ৩৯ আসনে। ফলে এর মধ্যেই দেশজুড়ে উৎসব শুরু করেছে পিটিআই-এর সমর্থকেরা।

তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ। পাশাপাশি এই ফলকে প্রত্যাখ্যানও করেছেন তিনি।

অন্যদিকে, একই অভিযোগ তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিলাওয়াল ভুট্টো। তিনি স্পষ্ট জানিয়েছেন, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এদিকে, সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থাতেই বিজয় উদযাপন শুরু করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। মধ্যরাতে পিটিআইর অফিসিয়াল ফেসবুক পাতায় ইমরান খানকে ‘উজিরে আজম’সম্বোধন করে অভিনন্দনও জানিয়েছে তারা।