১৬ বছরের কিশোরী- এইচআইভি আক্রান্ত মানুষদের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে একটি সাধারণ অনুরোধ নিয়ে হাজির হয়েছেন উজবেকিস্তানের ১৬ বছরের একটি কিশোরী মেয়ে আজিমা। ভিডিওটিতে দেখা যায় ১৬ বছর বয়সী আজিমা রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের উদ্দেশে বলছেন, ‘গত দশ বছর ধরে আমি এইচআইভি পজেটিভ। সব কিছুই ঠিক আছে এবং আমি উপভোগ করছি।’ মেয়েটি একটি প্ল্যাকার্ডের পাশে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরার অনুরোধ করছে। পথচারীরাও এসে তাকে জড়িয়েও ধরছে। এ সময় ভিডিওটির স্ক্রলে ভেসে ওঠে কিছু বার্তা। ইউনিসেফ তাদের টুইটার পেজে মেয়েটির সেই বার্তার ভিডিও পোস্ট করে।’
এমন উদ্যোগ গ্রহণ করার কারণ হিসেবে মেয়েটি বলেন, ‘এইচআইভি আক্রান্ত মানুষদের সঙ্গে বসবাস ভয়ের কিছু নেই। এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য।’ তিনটি কারণে এইচআইভি সংক্রমণ হয়। ১. রক্তের মাধ্যমে, ২. অসুরক্ষিত যৌনতা এবং ৩. মায়ের থেকে সন্তানের দেহে।
ভিডিওটির স্ক্রলে আরও দেখা যায়, চুমু খাওয়া, হাত মেলানো বা খাবার ভাগাভাগি করে খেলে এইচআইভি ছড়ায় না।