যে নির্দেশ দিলেন সৌদি আরবের বাদশাহ আজিজ

এবার পবিত্র হজ পালনকারীদের সর্বোৎকৃষ্ট সেবা এবং সব ধরনের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সৌদি আরবের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে বাদশাহ জানান, আল্লাহর অতিথিদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য নিজেদের সক্ষমতা আরো দ্বিগুণ করুন।

মক্কা, মদীনা এবং পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

শিশুদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের নিষ্পাপ মানুষের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছে সৌদি প্রশাসন।