২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন ৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন। এবার পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। এতেই একশ্রেণির অভিভাবক মুষড়ে পড়েছেন। দশ শিক্ষ বোর্ডে গড়ে পাস করেছে ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী। পাসের হার গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম। পাসের কম হার নিয়ে আমাদের মনে তেমন কোনো প্রশ্ন নেই। এখনো পাসের যা হার তার সঙ্গে শিক্ষার মান অসামঞ্জস্যপূর্ণ। তবে বিস্ময় আছে পাসের হার নিয়ে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার মন্তব্যে।
একজন বলেছেন, এবারের সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন পাসের হারে এর কিছুটা প্রভাব পড়েছে। তা হলে এর আগে কি সঠিকভাবে খাতা দেখা হয়নি? যাহোক আজ আমাদের আলোচনার বিষয় সেটা নয়। স্বর্ণখচিত জিপিএ-৫ এর ঢল কমে আসায় যেসব অভিভাবকের কপালের ভাঁজ দ্বিগুণ-তিনগুণ হয়েছে তাদের নিয়েই আজকের কথা।