বুধবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই গরম খবর, এবার আর ক্যারিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল খেলবেন না সাকিব আল হাসান। কেন খেলবেন না? তবে কি বিসিবি যে তাকে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধ করে দিয়েছে, তাই এবার সিপিএল না খেলার সিদ্ধান্ত?
নাকি ভারতের সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর আইপিএলের সাথে পাকিস্তান সুপার লিগ খেলার ইচ্ছে সাকিবের? সে কারণেই সিপিএলের অফার ছেড়ে দেয়া? অস্ফুট গুঞ্জন। এদিকে বিকেল গড়াতেই খবর, আসলে এবার হজে যাচ্ছেন সাকিব আল হাসান। তাই ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলবেন না।
বিষয়টি কতটা সত্য? জানতে জাগো নিউজের পক্ষ থেকে ফোন গেল মিনহাজুল আবেদীন নান্নুর কাছে। প্রধান নির্বাচকের জবাব, ‘কই, আমি কিছু জানি না তো। সাকিব হজে যাবে কি-না, সত্যি আমার জানা নেই। আর হজ এমন সময়, যার সাথে জাতীয় দলের কোন কার্যক্রমের ক্ল্যাশ হবারও সম্ভাবনা নেই। হজের সময় টাইগারদের কোন অ্যাসানমেন্টও নেই।
সাকিবের হজে যাওয়া সম্পর্কে নিশ্চিত করে কোনো কিছু বলতে না পারলেও প্রধান নির্বাচক একটি নতুন তথ্য দিয়েছেন জাগো নিউজকে। তা হলো, এবার সিপিএল খেলতে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া আগেই জানিয়েছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস মাহমুদউল্লাহ রিয়াদকে ৭০ হাজার মার্কিন ডলার মূল্যে নিলামে কিনেছে। তাই মাহমুদউল্লাহ রিয়াদের সিপিএল খেলার গুঞ্জনটা স্বাভাবিক।