পর্তুগিজ ফুটবল তারকা রোনালদোর বয়স ২০ বছর। এর আগে রোনালদো স্বয়ং দাবি করেছিলেন যে তাঁর ‘বায়োলজিক্যাল’ বয়স ২৩ বছর। কিন্তু মেডিকেল টেস্টের রিপোর্ট অন্য কথা বলছে। মানুষের বয়স দিন দিন বাড়ে, কিন্তু পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে যেন উল্টোটা হচ্ছে।
কাগজে-কলমে সিআর সেভেনের বয়স ৩৩ হলেও ডাক্তারি পরীক্ষার পর রিপোর্ট বলছে, ২০ বছর! হ্যাঁ, কথাটা অবাক হওয়ার মতো হলেও ঘটনা সত্যি। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসের জার্সিতে নামই লিখিয়েছেন পর্তুগিজ তারকা। মাঠে নামার আগে সেখানে তার ডাক্তারি পরীক্ষা হয়।
রোনালদোর মেডিকেল টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছে রোনালদো ‘বায়োলজিক্যাল’ দিক থেকে আরও বেশি ফিট। পর্তুগিজ অধিনায়কের শরীর নাকি ২০ বছর বয়সির মতো! যাতে স্তম্ভিত হয়ে পড়েছে ফুটবলদুনিয়া!
মেডিকেল রিপোর্ট বলছে, রোনালদোর শরীরে ‘বডি ফ্যাট’ রয়েছে ৭ শতাংশ। যা গড়পড়তা পোশাদার ফুটবলারের তুলনায় তিন শতাংশ কম। তাঁর ‘মাসল ম্যাস’ ৫০ শতাংশ। যা গড়পড়তা ফুটবলারের তুলনায় ৪ শতাংশ বেশি। সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ঘণ্টায় ৩৩.৯৮ কিমি গতিতে দৌড়েছেন তিনি। যা এবারের বিশ্বকাপে কোনো ফুটবলারের সর্বাধিক গতি। রোনালদোর বয়সে এই গতি রীতিমতো বিস্ময়কর।
সিআর সেভেনের ফিটনেস যে এখনও ২০ বছর বয়সীদের মতো চনমনে গত ১৬ জুলাই ইতালির ক্লাব জুভেন্তাসে যোগ দিয়ে সেই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং রোনালদো নিজেই। বলেছিলেন, তাঁর মতো বয়সে ফুটবলাররা সাধারণত চীনে খেলতে যান। নিজেকে ৩২, ৩৩ বা ৩৪ বছর বয়সি বাকি ফুটবলারদের থেকে আলাদা মনে করেন বলেই ইতালিতে খেলতে আসার চ্যালেঞ্জ নিয়েছেন।