প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে টাইগাররা তাদের হারানো আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। তাই এবারের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করা।
দ্বিতীয় ওয়ানডেতেও সেই ধারা অব্যাহত রাখতে বুধবার (২৫ জুলাই) গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়।
যদিও দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হবে না। তাইতো প্রথম ম্যাচের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দুর্বল জায়গা আরও মজবুত করেই বুধবার ক্রিজে নামতে হবে ম্যাশ বাহিনীদের।
তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে পরির্বতন থাকতে পারে। গত ম্যাচে দল জয় পেলেও নিজেদের আবারও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও সাব্বির রহমান।
ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে কে থাকবেন সেটা একটা বড় প্রশ্ন। ওপেনিং খেলার মতো তামিম ছাড়াও দলে আছেন লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও শান্ত।
প্রথম ওয়ানডেতে বিজয়কে সুযোগ দেওয়া হলেও তিনি আবারও ব্যর্থ। উইনিং কম্বিনেশনটা ঠিক না রাখলে আজকে বিজয়ের বদলে লিটনের অন্তর্ভুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ওয়ান ডাউনে সাকিব আল হাসান দুর্দান্ত খেলায় তিনি যে দ্বিতীয় ম্যাচেও একই জায়গায় ব্যাটিং করবেন সেটা নিশ্চিত করেই বলা যায়। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে তিন অথবা চারেও খেলানো হতে পারে।
স্বাভাবিক ভাবেই মিডল অর্ডার থাকবে অভিজ্ঞ মুশফিকুর রহিরের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।
ইনিংসের শুরুতেই যদি ব্যর্থ হয় টাইগাররা সেক্ষেত্রে মিডল অর্ডার ধরে রাখার জন্য অবশ্যই দলে থাকবেন দুই ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।
লোয়ার অর্ডারের থাকবেন মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসন মিরাজ। স্কোয়াডে নাগিন অপুর মতো প্রতিভাবান খেলোয়াড় থাকলেও তিনি আজ একাদশের বাহিরে থাকতে পারেন।
পেস অ্যাটাক স্বাভাবিক ভাবেই সব দায়িত্ব থাকবে অধিনায়ক মাশরাফির বিন মর্তুজার কাঁধে। তাকে সঙ্গ দিবেন রুবেল হোসেন।
আর কাটার মাস্টার মোস্তাফিজও থাকবেন পেস অ্যাটাক আরও শক্তিশালী করার জন্য। তবে রুবেলের বদলে রনির খেলার সম্ভাবনা থাকতে পারে।
কেননা, প্রথম ম্যাচে রুবেল কিছুটা বেশি খরুচে বোলার ছিলেন। এছাড়া শেষের কয়েকটি ম্যাচে তাকে সেভাবে পারফর্ম করতে দেখা যাচ্ছে না। অভিজ্ঞতার বিচারে রুবেলের দলে থাকার সম্ভাবনাই বেশি রয়েছে।
এক নজরে টাইগারদের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।