এবার বিমানের মধ্যে মিলল ছারপোকা, অতঃপর!

বিমান, এক দেশ থেকে অন্য দেশে এমনকি নিজ দেশেও দূরে কোথাও যেতে হলে এর কোন বিকল্প নেই। কিন্তু সেই বিমানের মধ্যে অনেক কিছুর জন্যই সমালোচিত হতে হয় পুরো বিমান বেবস্থাকে। বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন। সফর সুখকর হবে এমনই ধারণা ছিল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল ছারপোকা। বিমান থেকে নেমে বাড়ি ফিরতে ফিরতেই দেখলেন সারা গায়ে পোকার কামড়ের চিহ্ন। সঙ্গে অসহ্য জ্বালাযন্ত্রণা।

উপায় না দেখে চিকিৎসকের কাছে যেতেই জানতে পারলেন, ছারপোকার কামড়ের শিকার তিনি। তা জেনেই ক্ষোভে ফেটে পড়লেন ভারতের সৌম্য শেট্টি। টুইটারে উগরে দিলেন সেই ক্ষোভ। ট্যাগ করলেন এয়ার ইন্ডিয়াকে। সঙ্গে বাদ দিলেন না বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভুকেও। তারপরেই হইচই।

সৌম্যর অভিযোগ, বিমানের আসনে থাকা ছারপোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি বিজনেস ক্লাসে সপরিবার আমেরিকার নিউইয়র্ক থেকে মুম্বাই যাচ্ছিলেন।

টুইটারে তিনি লিখেছেন, তিন সন্তানকে নিয়ে বিজনেস ক্লাসে টিকিট কেটেছিলাম। ভাবিনি, এমন যন্ত্রণার শিকার হতে হবে। বিজনেস ক্লাসের ব্যবস্থাপনাকে বিদ্রুপ করে ধন্যবাদও জানান সৌম্য।

এরপর পালটা টুইট করে এয়ার ইন্ডিয়া। ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয় ওই সংস্থা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।