মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় কংগ্রেস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে চায় কংগ্রেস। ক্ষমতাসীন বিজেপিকে হারাতে রাহুল গান্ধীর পরিবর্তে মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার আভাস দিয়েছে দলটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দাবি উঠেছিল- বিরোধী জোটে রাহুলকে মধ্যমণি করে তাকেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হোক। এ প্রস্তাবে দলের পক্ষ থেকে রাহুলকে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সমর্থন করা হয়। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া প্রকাশ্যেই সমর্থন করেন রাহুলকে।

মমতা সম্পর্কে রাহুলের মত, তৃণমূল নেত্রী কংগ্রেস থেকে এসেছেন। ফলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস ) সঙ্গে তিনি থাকবেন না। পশ্চিমবঙ্গে জোট নিয়ে জটও কেটে যাবে।

তবে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী ভিন্ন মত পোষণ করেন। তিনি জানান, বিরোধী জোটে প্রধানমন্ত্রী পদের দাবিদার অনেকে।

মঙ্গলবার কংগ্রেসকে কার্যত সতর্কবার্তা দিয়ে দলিত নেত্রী মায়াবতী বলেন, আসন বণ্টন ঠিকমতো না হলে জোট হবে না। এমন পরিস্থিতির মধ্যেই ঘনিষ্ঠজনদের রাহুল গান্ধী বার্তা দেন, বিজেপিকে রুখতে তিনি নমনীয় হতে রাজি।

অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব মনে করছে, ভোটের পর বড় দল হিসেবে কংগ্রেস উঠে এলে অঙ্কের হিসাবেই জোটের প্রধানমন্ত্রী হবেন রাহুল।