পাকিস্তানে সাধারণ নির্বাচনে আজ বুধবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে নারীদের বিপুল উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। নিরাপত্তা বজায় রাখতে ব্যাপক সংখ্যক সৈন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
প্রচার শুরুর পর থেকে পাকিস্তানে এই নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। দেশটির কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ অভিযোগ করেছে,সেনাবাহিনী তাদের প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে মোট চারবার সেনাবাহিনী ক্ষমতায় এসেছে। কোনো বেসামরিক সরকারই সঙ্কট এড়িয়ে ঠিকঠাকভাবে নিজেদের মেয়াদ পূর্ণ করতে পারেনি।