সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দেবে ডিআইইউ ও জাগো

‘মানুষ মানুষের জন্য’এটি একটি নিছক শ্লোগান নয়, প্রমাণ করে চলেছে ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত ড্যাফোডিল পলিটেকনিক ও জাগো ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দারিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা এবং দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম। এই চুক্তির ফলে জাগো ফাউন্ডেশনের এসএসসি পাশ ৮ শিক্ষার্থী ড্যাফোডিল পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন টেকনোলজিতে সম্পূর্ণ টিউশন ফ্রি’তে পড়াশোনা করার সুযোগ তৈরি হলো। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকশান্দ দ্রুব ও ড্যাফোডিল পলিটেকনিকের অ্যাডভাইজার কেএম হাসান রিপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলির চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নুরুজ্জামান ও স্ব-স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।