একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির চিন্তা মাথায় নিয়ে ২০১৩ সালের ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপ্ন পিপাসী তরুণ, মেধাবীদের হাত ধরে গড়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। সময়ের পরিক্রমায় সংগঠনটি এখন শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে স্বপ্ন পূরণের সারথি হয়ে। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে যাত্রা শুরম্ন করেছিলো সংগঠনটি সেটিকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠনটি আয়োজন করে থাকে মোটিভেশনাল লেকচার, ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার, সিম্পোজিয়াম, চাকুরি মেলা প্রভৃতি।
শিক্ষার্থীদের চাকরি বাজারে যোগ্য করে গড়ে তোলার কাজটা নিপুণহাতে করে চলেছেন এই সংগঠনটির সদস্যরা। আত্মোন্নয়নের মাধ্যমে নিজেকে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তির বিকল্প নেই।
স্বপ্নকে বাস্তবায়নের জন্য ক্লাবটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, নতুন নতুন আইডিয়া জেনেরেটিং, প্রেজেন্টেশন, ব্যবসায় কেস প্রতিযোগিতা ছাড়াও নানা ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজ। প্রতিবছর সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় চাকরি মেলা। তাদের আয়োজিত চাকরি মেলাতে অংশ নেয় দেশীয়, আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানি। যার মধ্যে দিয়ে অনেক শিক্ষার্থী তার স্বপ্ন পূরণের সুযোগ পায়।
সঙ্গত কারণে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ে বেশ সাড়া ফেলেছে তাদের আয়োজিত এই চাকরি মেলা। প্রতি বছর আয়োজিত এই চাকরি মেলা থেকে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীরা চাকরির সুযোগ পেয়ে থাকে। বছর কয়েকের ব্যবধানে সংগঠনটির কার্যক্রম মনে জায়গা করেছে নিয়েছে বিশ্ববিদ্যালটির হাজারো শিক্ষার্থীর। বর্তমান এ ক্লাবের সদস্য সংখ্যা ১২০ জন। যারা নিজেদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অন্যের স্বপ্ন পূরণের কাজ করে চলেছে। সময়ের পরিক্রমায় সংগঠনটি পার করেছে সফলতার ৫ বছর।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের সামনের দিনের ভাবনা জানিয়ে ক্লাবের সভাপতি শাহিনুর আহমেদ শাকিল বলেন, প্রতি বছরের ন্যায় আগামী বছরের শুরুতে ৬ষ্ঠ জব ফেয়ার আয়োজনের চেষ্টা চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকশিত করা এবং তাদের আশানুরূপ চাকরির জন্য বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী বছর যেন পাঁচ শতাধিক শিক্ষার্থীদের চাকরির সুযোগ হয় সেই লক্ষ্যে কাজ করছি। আমরা জানি দক্ষতার কোনো বিকল্প নেই। সেই দক্ষতা বৃদ্ধির জন্য লক্ষ্যে চলতি বছরে পনেরোটি সেমিনারসহ বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।