মাশরাফির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল এইমাত্র!


স্পোর্টস ডেস্ক: উইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের তিনটি পৃথক সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্যারিবীয় অঞ্চলে। অ্যান্টিগা টেস্টে লজ্জাজনক হারের পর টাইগাররা এখন গভীর মনোযোগে খেলছে জ্যামাইকায় চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টেস্ট ও টি-২০ না খেললেও মাশরাফি এখনও পুরোদমে খেলছেন ওয়ানডে। তবে স্ত্রীর অসুস্থতার কারণে মাশরাফির সফরে যাওয়া নিয়ে রয়েছে সংশয়।

তবে দলের অন্যতম সেরা ক্রিকেটারকে পেতে মরিয়া নির্বাচকরা। আর তাই মাশরাফির জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেও রাজি তারা।