মালয়েশিয়ায় ৩০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আর্থিক মুক্তির জন্য দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান অনেকেই, কিন্তু সব সময় তারা আর্থিক মুক্তি নিয়ে দেশে ফিরতে পারেন না। অনেকের দেশে ফিরতে হয় লাশ হয়েও। স্থানীয় সময় সোমবার সকালে এমনি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানায়। ১৯৯৬ সালে শ্রমিক ভিসা নিয়ে মালয়েশিয়া যান তিনি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য মালয়েশিয়ায় যায় রফিকুল। সেখানে কন্সট্রাকশন ফার্মে কাজ করতো সে। সোমবার কাজ করার সময় ৩০ তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় রফিকুল। রফিকুলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, কুয়ালালামপুরের বাংসার এলাকার একটি নিমার্ণাধীন ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।