অসহায় অবৈধ প্রবাসী ও তাদের পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচান!

প্রবাসীরা রাষ্ট্রের বোঝা নয় সম্পদ। প্রবাসীদের অর্থে দেশ সচল। দেশকে সচল রাখতে নিজের জীবনের সকল সুখ বিলিয়ে দিয়ে পরিবারের মুখে হাসি ফুটাতে দিন রাত কাজ করে যাচ্ছে। কিন্তু যখন তারা কষ্টের উপার্জিত অর্থ কোন দালালের কাছে দিয়ে প্রতারিত হচ্ছে বা কোন কারনে তাদের কাজের ভিসা বা পারমিট নবায়ন করতে পারছেনা এবং দেশে ফেরত গেলে বেকার হওয়ার ভয়ে বাধ্য হয়ে অবৈধ থাকতে হচ্ছে । তখন সবাই তাকে অবৈধ বলে ধিক্কার দিচ্ছে।

ইমিগ্রেশন / পুলিশ যখন ধরে নিয়ে তাদের জেল জরিমানা করছে রাষ্ট্র তখন নিরব দর্শকের ভুমিকা পালন করছে। না তখনতো সে অবৈধ তার পাশে কেই নেই বা না থাকারই কথা । যতদিন দেশে টাকা পাঠাবে ততদিন সে প্রবাসী যে দিন সে বিপদে পরবে সে দিন সে কেউ না।

হতভাগা রাষ্ট্রে জন্ম নিয়েছি বলেই আজ এত কষ্টের পরে ও নিরাপত্তাহিনতার মধ্যেও হাজার হাজার প্রবাসী ভাইদের অবৈধ থাকতে হয় কারন আমরাতো আর নেপালীদের মত বিনা টাকায় বা সামান্য টাকা দিয়ে এদেশে কাজের জন্য আসতে পারি না। নেপালীদের মত অর্থে বাংলাদেশীরা আসতে পারলে একজনও অবৈধ থাকত না । এর জন্য রাষ্ট্রকেই দায়ী করব। কারন রাষ্ট আমাদের সামান্য একটা চাকুরীর ক্ষেত্র তৈরী করতেও ব্যর্থ।

সম্প্রতি হাজার হাজার বাংলাদেশী মালয়শিয়ার বিভিন্ন ক্যম্প বা জেলে আছে যারা একটি বিমান টিকেটের জন্য মাসের পর মাস জেলে পরে আছে। যাদের পরিবারের অর্থ উপার্জন করার এক মাত্র ব্যক্তিটি আজ জেলে বন্দি। তার সন্তান পরিজন যে অনাহারে আছে রাষ্ট্র কি তাদের খুঁজ খবর নিচ্ছে? না অবৈধ বলেই দ্বায়িত্ব থেকে দুরে থাকছে। তার জন্য রাষ্ট্রকে অবশ্যই বিশেষ দায়িত্ব নিতে হবে।

যেমন:

১। কুটনৈতিক ভাবে আলোচনা করে যারা মালয়েশিয়ায় বিভিন্ন জেলে আটক আছে তাদের বিনা শর্তে অবিলম্বে ( জেল না কেটে ) দেশে ফিরত নেবার ব্যবস্থা করা।
২। আগামী ৩১শে আগষ্ট পর্যন্ত অবৈধদের দেশ ত্যগের যে সুযোগ দিয়েছে এই সময়ে ধরপাকর না করার জন্য মালয়েশিয়ার সরকারকে অনুরুধ করে ব্যবস্থা করা।
৩। সকল অবৈধ প্রবাসীরা যাহারা দেশে যেতে ইচ্ছুক জেলে বা বাহিরে আছে তাদের সবাইকে বিনা টাকায় বিমানের টিকিটের ব্যবস্তা করা।

বিমানের টিকেট সংগ্রহ প্রসংগে 

১। বাংলাদেশী সকল এয়ারলাইনস যাহারা ঢাকা -কুয়ালালামপুর- ঢাকা রুটে ব্যবসা করছে তাদের প্রতি ফ্লাইটে ১০%-২০% সিটের টিকেট বিনা টাকায় নেওয়া সিমিত সময়ের জন্য।
২। গত বৎসর হতে প্রায় দুই লক্ষ নতুন শ্রমিক যে দশ এজেন্সীরা মালয়েশিয়া শ্রমিক পাঠিয়েছে তাদের কাজ থেকে ১:১ প্রতি ১ জন নতুন শ্রমিক পাঠানোর পরিবর্তে একটি বিমান টিকেট নেওয়া।
৩। মালয়েশিয়া বাংলাদেশী কমিউনিটিতে অসহায় অবৈধদের জন্য টিকেট অনুধান করার জন্য উদ্বুদ্ধ করা।

উল্ল্যেখিত বিষয় গোলি বাংলাদেশ ইাইকমিশন বা রাষ্ট্রের পক্ষ হতে উদ্দ্যোগ নিলে হাজার হাজার অসহায় অবৈধ প্রবাসী ও তার পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে এবং তাদের এই বিপদে আমাদের সকলকে যার যার অবস্থান হতে সদয় সহযোগিতা করা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমি আমার সাধ্যমত সহযোগিতাকরারও অংগীকার করলাম।

— এম জে আলম
জোহুর, মালয়েশিয়া

এই বিভাগের লেখা একান্তই লেখকের ব্যক্তিগত মতামত, এর জন্য ব্রেকিংবিডিনিউজ২৪ কতৃপক্ষ কোন দায় বহন করে না!