কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে অবৈধ প্রবাসী ১৩৯ গ্রেফতার

যেকোনো মূল্যে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদের গ্রেফতার করা হবে। মালয়েশিয়া অভিবাসন বিভাগের পরিচালক দাতুক শ্রী মোস্তফার আলীর হুঁশিয়ারির একদিনের মাথায় আজ ২৪জুলাই (মঙ্গলবার ) মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে ১৩৯ অবৈধ অভিবাসীকে আটক করে। ইমিগ্রেশন পরিচালকের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় শতাধিক ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ বাহিনী।

আজ মঙ্গলবার দুপুর ২,৪৫ মিনিট থেকে বিকাল চারটা ৩০ মিনিটে শেষ হয় অভিযান ( মালয়েশিয়া ) সময় কুয়ালালামপুরের জালান রাজা লাওত মেগা থ্রির অভিযানে ৩৮৫ জনকে আটক করে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে সর্বমোট ১৩৯ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী মুক্ত করা হবে বলে গত ২২ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান অভিবাসন বিভাগের পরিচালক দাতো শ্রী মোস্তফা আলী । তার একদিন পরেই ব্যাপক ধরপাকড়ের মধ্যে গ্রেফতার হলো ১৩৯ জন বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিক । আজকের অভিযানে কত জন বাংলাদেশী আছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি তবে ৬০ থেকে ৭০ জন বাংলাদেশি আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।