যুক্তরাজ্যে ৬ অবৈধ বাংলাদেশি গ্রেফতার


যুক্তরাজ্যের হ্যানলেতে দুটি রেস্তোরাঁয় পৃথক অভিযান চালিয়ে ৪ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইউকেবিএ। আশিয়ানা স্পাইস ও ক্যাফে ল্য রাজ নামের দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৮-৪৪ ছরের মধ্যে।

হোম অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আটকৃতদের কারো ব্রিটেনে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না। তারা এখানে অবৈধভাবে বসবাস করতেন এবং লুকিয়ে কাজ করছিলেন। এদের কাজে রাখার জন্য রেস্তোরাঁ দু’টিকেও জরিমানাও দিতে হবে।

এ বিষয়ে জানতে আশিয়ানা স্পাইস ও ক্যাফে ল্য রাজ রেস্তোরাঁ দু’টির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।