সৌদি আরবে প্রবাসী নির্যাতন রোধে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা

সৌদি আরবে প্রবাসী নির্যাতন রোধ ও তাঁদের অধিকার আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার রাত ১০টায় মদিনা বাঙালি মার্কেট মোহাম্মদীয়া হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের চেয়ারম্যান কাজী শাহ আলম সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন গোলাম নাবিউল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মো. নুরুজ্জামান। এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদীয়া হোটেলের পরিচালক সালাউদ্দিন সোহেল।

প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের চেয়ারম্যান কাজী শাহ আলম বলেন, প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত আয় আমাদের অর্থনীতির এক প্রাণশক্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, তাঁরা বিদেশে অবস্থানকালে বিভিন্ন সমস্যা হলেও প্রয়োজনে সাহায্য পান না। আবার কিছু সমস্যার সমাধান হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়।

কাজী শাহ আলম আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ৬ দশমিক ৭ মিলিয়ন বাংলাদেশি কর্মরত আছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স (বৈদেশিক মুদ্রা) আমাদের অর্থনীতিকে এক শক্তপোক্ত স্থানে দাঁড় করিয়ে রেখেছে। তবে বিভিন্ন সময় তাঁরা নির্যাতন, হয়রানি ও দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হলেও সংশ্লিষ্টরা তাঁদের সাহায্য করেন না বলে অভিযোগ রয়েছে। তাই প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের মাধ্যমে দেশে ও প্রবাসে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি ফ ই ম ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ভিপি বাবুল, মদিনা বাংলাভিশন দর্শক ফোরামের সভাপতি আবদুস সামাদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, মদিনা সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিক উল্লাহ ও শাহ জালাল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মদিনা প্রবাসীরা উপস্থিত ছিলেন।