জাপানে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। দেশজুড়ে বিরাজমান এই প্রাণঘাতী তাপদাহকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ বলে ঘোষণা দিয়েছে আবহাওয়া সংস্থা। খবর বিবিসি’র।
আবহাওয়া সংস্থার এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, জাপানের কিছু জায়গায় তাপদাহ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত ‘’হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই বৃদ্ধ বয়সের মানুষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে এই তাপদাহ কমার কোন সম্ভাবনা নেই। সোমবার কুমাগায়া শহরের তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। জাপানের ইতিহাসে এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে, মধ্য টোকিওতে ইতিহাসে প্রথমবারের মতো বিরাজ করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টের শুরুর দিকে দেশজুড়ে গড় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি।
অধিদপ্তরের মুখপাত্র মোতোয়াকি তাকেকাওয়া বলেন, আমরা কিছু এলাকায় নজিরবিহীন তাপমাত্রা পর্যবেক্ষণ করছি। এই তাপদাহ জীবনের জন্য হুমকিজনক ও একটি প্রাকৃতিক বিপর্যয়।