গ্রিসের এথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে মাটি এলাকায় ভয়বাহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই শিশু।
আজ মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। গুরুতর আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিখোঁজ বহু পর্যটক৷ আতঙ্কে বাড়ি ছেড়তে শুরু করেছেন বাসিন্দারা৷
অগ্নিনির্বাপক কর্তৃক ঘোষিত এই ‘খুবই কঠিন পরিস্থিতিতে’ কার্যক্রমে সমন্বয় করতে প্রধানমন্ত্রী সিপরাস বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী আ্যালেক্সিস সিপরাস সাংবাদিকদের বলেছেন, ‘আগুন নিয়ন্ত্রণে মানবীয় যা করা দরকার তার সবই আমরা করব।’
এখনও সেখানে দাউদাউ করে জ্বলছে আগুন৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ৷ ধোঁয়ায় শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে৷ অনেকে এই কারণে অসুস্থ হয়ে পড়েছেন৷ বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ শত শত অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।