যুক্তরাষ্ট্রের ইতিহাসের চেয়ে বেশি বয়সি সাম্রাজ্যকে ইরানি জনগণ উৎখাত করেছে। কাজেই এদেশের জনগণকে হুমকি দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোভা পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টুইটার বার্তায় তেহরানকে হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাবে পাল্টা টুইট করে এ বক্তব্য দিয়েছেন জাওয়াদ জারিফ। এতে তিনি বলেছেন, ‘ইরানি জনগণের কাছে এ ধরনের হুমকির কোনো গুরুত্ব নেই কারণ, গত ৪০ বছরে তারা নিয়মিত এরকম বক্তব্য শুনে এসেছে।’
জারিফ তার টুইটার বার্তায় বলেন, ‘ইরানিরা হাজার হাজার বছর ধরে আছেন এবং তারা কিছু কিছু দেশের ইতিহাসের চেয়ে বেশি বয়সি সাম্রাজ্যের পতন প্রত্যক্ষ করেছেন। ইরানি জনগণ তাদের নিজেদের আড়াই হাজার বছরের সাম্রাজ্যেরও পতন ঘটিয়েছেন। কাজেই ট্রাম্প আপনি সতর্ক হোন।’ খবর- পার্স টুডে
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রোববার এক বক্তব্যে তার দেশকে হুমকি দেয়া থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘সিংহের লেজ নিয়ে খেলবেন না।’ রুহানির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সোমবার এক টুইটার বার্তায় বলেন, আমেরিকাকে হুমকি দিলে ইরানকে এমন পরিণতি ভোগ করতে হবে যা ইতিহাসে খুব কম দেশই ভোগ করেছে।
পর্যবেক্ষকরা ট্রাম্পের ইরান বিরোধী হুমকিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক হেলসিংকি শীর্ষ বৈঠক থেকে জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা বলে মনে করছেন। পুতিনের সঙ্গে ট্রাম্প প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেন এবং আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার প্রতি অত্যন্ত নমনীয় ভাষায় কথা বলেন।
পর্যবেক্ষকদের মতে, ‘পুতিনের হাতে হয়ত এমন একটি ট্রাম্প কার্ড রয়েছে যা দিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পুতুলের মতো নাচিয়ে যাচ্ছেন।’