গ্রিসের অ্যাথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে মাটি এলাকায় ভয়বাহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২০ জন মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই শিশু।
এছাড়া শতাধিকের বেশি আহত হয়েছেন। গুরুতর আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।