প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি ও গণিত

ইংরেজি

Read the text carefully and answer the questions

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

Read the text carefully and answer the questions 5, 6, 7 and 8 :

From the climatic point of view, we have six seasons- summer, rainy season, autumn, late autumn, winter and spring. These seasons come one after another in a regular cycle. Each season has its own beauty and features.

Summer begins from the third week of April and continues up to the end end of June. It is the hottest season of the year. The sun sometimes seems to scorch the earth. Most of the tanks and ponds dry up. During this period the days are longer than the nights. Kalbaishakhi visits now and then. It comes with lightning, thunder, terrible wind and downpour. But fruits of different kinds and sizes such as mango, lichi and jackfruit ripen during this season and create a festive look among the rural people.

The rainy season extends from the end of June to the end of August. These are the months of rain. Tanks, ponds and canals get filled up. Sometimes, the rain is so heavy that it causes floods damaging crops and properties.

Autumn comprises the months of September and October. The sky gets clear. Paddy is harvested in this season. After the autumn, late autumn comes. Paddy ripens in the late autumn. Dew drops fall on the grass and leaves of trees glisten like pearls on the moing sun.

Winter begins in November and lasts till the middle of February. These are cold months. We get better supply of fish and different kinds of vegetables in this time.

Spring extends from the middle of February to the second week of April. It is the season of greenery and flowers. It is also called the king of seasons.

5. Fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use : 1´5 = 5

coldest thunder fruits five

clear cloudy six hottest

(a)We have seasons in our country.

(b) Summer is the season of the year.

(c)Kalbaishakhi comes with .

(d)Vaious kinds of ripen during the rainy season.

(e)In autumn the sky gets .

6.Write true or false. If false, give the correct answer.1´ 6 = 6

(a)We have six seasons- summer, rainy season, autumn, late autumn, winter and spring.

(b)Seasons don’t come one after another in a regular cycle.

(c)Each season has its own beauty and features.

(d) Summeris the hottest season of the year.

(e)Most of the tanks and ponds filled up in Summer with water.

(f)The rain causes floods damaging no crops and properties.

7.Answer the following questions in a sentence or sentences. 2 ´ 5 = 10

(a) When is paddy harvested?

(b)When does paddy ripen?

(c)What is the season of greenery and flowers?

(d)When do we get better supply of fish?

(e)When does spring begin?

8.Suppose, your younger sister wants to know about the various seasons of Bangladesh. Now, write a letter to her about it. 10

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেমি. হলে এর ক্ষেত্রফল কত?

গণিত নমুনা প্রশ্ন

দিলীপ কুমার রায় ,সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

প্রিয় বন্ধুরা , তোমরা যারা ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে।

সময় ২ ঘণ্টা ৩০মিনিট

১। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর

দাও ১ ´২০ = ২০

(১) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কী ?

(২) ১ রিম কাগজে ৫০০ তা কাগজ থাকে । ২৯৮ রীমে কত তা কাগজ থাকবে ?

( ৩) ১ ডজন বইয়ের মুল্য ৬৭৫ টাকা এরূপ ৪৫ ডজন বইয়ের মুল্য কত ?

(৪) ৫ হালি কলার দাম ১০০ টাকা হলে ১ টি কলার দাম কত ?

(৫) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে

কী বলে ?

(৬) ভাজ্য´ভাজক = কোনটি ?

৭। ২৩ এর ৬ টি গুণিতক লিখ ?

৮। ৪, ৬ ও ২৪ এর ল সা গু কত ?

৯। ১২ এর মৌলিক গুণনীয়ক গুলি লিখ ?

১০। ২০¸২ = কত ?

১১। একটি বাক্সের ২৪ টি আপেলের মধ্যে

অংশ লাল রঙের হলে , কয়টি আপেল

লাল রঙের ?

১২। ১ টি লোহার রডের ১ মিটারের ওজন ৩ ।

নলটির মিটারের ওজন কত কেজি ?

১৩। গড় নির্ণয়ের সুত্রটি কী ?

১৪। হিমেল, রুমেল ও সুমালের বয়স যথাক্রমে ৩০ বছর , ২৫ বছর ও ৩৫ বছর , তাদের গড় বয়স কত ?

১৫। ৫ জনের গড় বয়স ৫ বছর করে বৃদ্ধি পেলে তাদের মোট কত বছর বৃদ্ধি পাবে ?

১৬। ১ দিন = কত সেকেন্ড ?

১৭। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্রটি লিখ।

১৮। বৃত্তের জ্যা কাকে বলে ?

১৯। তোমার গণিত বইয়ের কর্নারে কী ধরনের কোণ রয়েছে ?

২০। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে এর ক্ষেত্রফল কত ?

২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা ( নিচের যেকোন একটি প্রশ্নের উত্তর দাও ) ১´৮ = ৮

(ক) অপু এবং দিপুর একত্রে ৭৫৩২ টাকা আছে দিপুর চেয়ে অপুর ৫৬০ টাকা বেশী আছে । প্রত্যেকের কত টাকা আছে ?

(খ) ১২টি প্লেট এবং ২০ টি কাপের একত্রে মূল্য ৩৯২০ টাকা । একটি কাপের মুল্য ১৪৫ টাকা হলে একটি প্লেটের মুল্য কত ?

৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮ (ক) চারটি ঘণ্টা একত্রে বেজে ৫,৭ , ১২ এবং ১৫ মিনিট পরপর বাজতে লাগল ,ন্যূনতম কতক্ষণ পর পুনরায় ঘণ্টা গুলি একসাথে

বাজবে।

(খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৬ ও ৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৪, ৮ অবশিষ্ট থাকবে ।

৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) এক বাটি পায়েস তৈরি করার জন্য কিলোগ্রাম চিনি লাগে । এরূপ ১৪ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে ?

(খ) গীতার কাছে ১ লিটার ও মামুনের কাছে লিটার জুস আছে , কার জুসের পরিমাণ বেশী ?

৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) ৩ টি সংখ্যার গড় ১৫ ও দুইটি সংখ্যার গড় ২৫ হলে ঐ ৫ টি সংখ্যার গড় কত ?

(খ) গত আষাঢ় মাসে ঢাকার গড় বৃষ্টিপাত ছিল ২৬ মি মি। ঐ মাসে ঢাকার মোট বৃষ্টিপাত কত ?

৬। দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) এক মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে ১০০ মিটারে কত ইঞ্চি ?

(খ) এক কুড়ি ডিমের দাম ১৪০ টাকা , হিমেল ০.৫ কুড়ি ডিম কিনল, সে কত টাকা দাম দিল ?

৭। শতকরা সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

(খ) ব্যাংক থেকে বার্ষিক ৮% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ,এক বছর পর ৬০০ টাকা

মুনাফা দেয়া হল, ব্যাংক থেকে কত টাকা ঋণ নেয়া হয়েছিল ?

৮। জ্যামিতি সম্পর্কিত সমস্যা ( যেকোন দুইটির উত্তর দাও ) (৩+৩ ) ´২=১২

(ক) রেখা , রেখাংশ ও রশ্মি বলতে কী বুঝ ? চিত্র এঁকে দেখাও ।

(ক) জ্যামিতি বক্সের আকৃতি কোন ধরনের ? চিত্রসহ উল্লেখ কর ।

(খ) ২.৫ সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত এঁকে এর ব্যাস , ব্যাসার্ধ , জ্যা ও পরিধি চিহ্নিত করে সংজ্ঞা দাও ।

৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮

(ক) রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেমি করে হাঁটে , কে দ্রুত হাঁটে ?

(খ) রফিক মিনিটে ৫৪ মিটার বেগে হাটে , সে এক ঘণ্টায় কত কিলোমিটার বেগে হাটতে পারবে ?

১০। সময় সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৪

(ক) একটি ট্রেন কোন শহর ১১:৫০ এ ত্যাগ করে ১৫:২৫ এ গন্তব্যে পৌঁছায় । ট্রেনটি কত ঘণ্টা এবং কত মিনিট ভ্রমণ করল ?

(খ) ১০ বছরকে ঘণ্টায় প্রকাশ কর ।

১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা ( যেকোন একটি প্রশ্নের উত্তর দিতে

হবে ) ৮

(ক) একটি গ্রামের আয়তন ৪ বর্গমিটার এবং সেখানে ৩২০০ লোক বাস করলে , ঐ গ্রামের জনসংখ্যার ঘণত্ব নির্ণয় কর ।

(খ) নিচে ২০ জন শিক্ষার্থীর উচ্চতা (সেমি ) দেয়া হল । উপাত্তসমূহ বিন্যস্ত কর ।

১৩২ , ১৩০ , ১৩৪ , ১২৮ , ১২১ , ১২৩ ১৩৩ ,১২৭ , ১৩৮ , ১৩৪ , ১২৪ , ১৩৯, ১২২ , ১২৫ , ১২৬, ১২৮ , ১৩০ , ১৩১ , ১৩৭ , ১৩৫।