ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে সেই লজ্জাজনক হারের হতাশা ভুলে যেতে চায় মাশরাফিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এবার নতুন উদ্যমে মাঠে নামতে চায় লাল-সবুজের দল। আশাবাদী সাফল্যে।
গায়ানায় আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুনিয়েছেন আশাবাদের কথা। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।