স্বরূপে প্রত্যাবর্তন কাটার মাস্টারের


স্বরূপেই প্রত্যাবর্তন করলেন কাটার মাস্টার। পর পর দুই বলে দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। গায়ানায় প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন সো হেটমায়ার। তবে তাকে বেশি দূর এগুতে দিলেন না মুস্তাফিজ নিজের চতুর্থ ওভারে এসে সাজঘরে ফেরান মায়ারকে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে মায়ারের ৫২ রানই সর্বোচ্চ। মায়ারকে ফেরানোর পরের বলেই রুভমান পাওয়েলকেও মুশফিকের ক্যাচে পরিণত করে ‘দ্য ফিজ’।

এর আগে এদিন ক্রিস গেইল ব্যক্তিগত ৪০ রানে মাহমুদুল্লাহর থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আম্পায়ারের কল্যাণে এদিন দুইবার এলবিডব্লিউর হাত থেকে বেঁচেছেন ক্রিস গেইল। প্রথমবার মিরাজের বলে আর দ্বিতীয়বার মোসাদ্দেকের বলে। তবে শেষ পর্যন্ত নিজেদের ভুলে মোসাদ্দেকের ওভারেই রান আউট হন গেইল। আর দলীয় ২৭ রানের মাথায় ওপেনার এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৯ম ওভারের চতুর্থ বলে মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল্লাহর হাতে তালুবন্দি হন লুইস। আউট হওয়ার আগে ২৯ বলে ২ চার ও ১ ছক্কার মারে ১৭ রান করেন লুইস। এরপর হোপকে ফেরান রুবেল হোসেন।

এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দেয় সফরকারী বাংলাদেশ। তামিম, সাকিব ও মুশফিকের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী। তামিম ১৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ১৩০ রান করে অপরাজিত থাকেন। আর সাকিব করেন ৯৭ রান। তবে ইনিংসের শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মুশফিক মাত্র ১১ বলে ৩০ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিষু ২টি, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার ১টি করে উইকেট সংগ্রহ করেন।