মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের দুঃসংবাদ দিলেন মুস্তফার আলী

মালয়েশিয়াকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহা পরিচালক দাতুক সেরী মুস্তফার আলী ৷ চলতি বছরের পহেলা সেপ্টেম্বর থেকে এই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হবে প্রশাসন বলেন তিনি ৷

মুস্তফার আলী জানান,নির্দারিত ওই তারিখ থেকে অবৈধ অভিবাসীদের আটক করার জন্য আরও কার্যকরী ভুমিকায় যাবে তার প্রশাসন ৷ তিনি আরও যোগ করেন যে,অভিযানে অবৈধ কর্মী নিয়োগ দিয়েছে এমন নিয়োগদাতা কেও আটক করা হবে ৷

তিনি বলেন,”আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ কর্মসূচী বা থ্রি প্লাস ওয়ান চালু করেছি যাতে দেশে থাকা সকল অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে ৷

স্থানীয় সংবাদ মাধ্যম দ্যা স্টার এ প্রকাশিত খবরে বলা হয় গতকাল শুক্রবার দুটি নির্মান শিল্পে অভিযান পরিচালনার পর সাংবাদিকদের এ তথ্য জানান মুস্তফার আলী ৷ তথ্য মতে,স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার থ্রি প্লাস ওয়ান কর্মসূচী ৩০ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে ৷

এ দিকে অভিবাসন বিভাগের দেয়া তথ্য বলছে,এ বছরের জুলাই থেকে শুরু হওয়া ওপস মেথা থ্রি অভিযানে তিন হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তবে আটককৃত্বদের মধ্যে কতোজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি ৷