দুবাই ও সৌদি আরব থেকে ফিরলেন ১০৫ শ্রমিক নির্যাতনের শিকার ৪৩ নারী

সৌদি আরব ও দুবাই হতে দেশে ফিরেছেন ১০৫ বাংলাদেশি শ্রমিক। শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান নারী গৃহকর্মীরা। এদের মধ্যে নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার ৪৩ নারী গৃহকর্মীও রয়েছেন।

অপর একটি বিমানে ঢাকায় পৌঁছান অাকামা (কাজের অনুমতিপত্র) না পাওয়া ও ভিসার মেয়াদ শেষ হওয়া ৬২ পুরুষ। দেশে ফেরত অাসা নারীদের অভিযোগ, সৌদিতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে তারা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন। কাজের পর তাদের সঠিকভাবে খাবার দেওয়া হতো না, বেতন চাইলে মারধর করা হতো। এমনকি অনেককে অমানসিক নির্যাতনও করা হয়েছে। বিষয়টি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে ৬২ পুরুষ সৌদি ও দুবাইয়ে কাজের সন্ধানে গিয়ে দেশ দুইটির পুলিশের হাতে অাটক হওয়ার পর দেশে ফিরেছেন। তাদের অাকামা (কাজের অনুমতিপত্র) না থাকায় পুলিশের হাতে অাটক হয়ে কারাগারে ছিলেন। তারা সরকারি খরচে না গিয়ে দালালের মাধ্যমে গিয়েছিলেন বলেও জানান।

এদের মধ্যে কেউ ২ মাস, কেউ এক মাস অাবার কেউ ২০/২৫ দিন করে কারাবাসের পরে দেশে ফিরেছেন বলে জানান তারা। তাদের অভিযোগ, অাকামা ছাড়াই তাদের কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। এদের মধ্যে অনেকে আবার ছয় সাত বছর ধরেও ছিলেন। কিন্তু কয়েক মাস আগে ভিসার মেয়াদ শেষ হওয়ায় পুলিশ তাদের অাটক করে। গতকাল সৌদি ফেরত ৪৩ নারী শাহজালালে পৌঁছালে তাদের হাতে পানি, জুস, শুকনো খাবারসহ একটি করে প্যাকেট ধরিয়ে দেয় ব্র্যাকের অভিবাসন শাখার মিডিয়া বিভাগের কর্মী অাল অামিন নয়ন।

নয়ন জানান, ‘অাজ যারা দেশে ফিরেছেন তারা দেশটির ইমিগ্রেশন ক্যাম্পে ছিলেন। এর অাগে তারা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হন। পরে তাদের অাশ্রয় হয় সফর জেলে। সেখান থেকে পাঠানো হয় বাংলাদেশি সেফ হোমে।কিছুদিন আগে ১৩৭ জন নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। গতকাল ফিরলেন ৪৩ নারী। এ নিয়ে গত এক মাসে দেশে ফিরল ১৮০ জন নারী গৃহকর্মী। নির্যাতনের শিকার নারীদের মধ্যে ৯ জন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এই ৯ নারী এখন তাদের পরিবার ও ঢাকায় ব্র্যাকের সহায়তায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গত ৯ জুলাই, সোমবার রাত সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ( BG-40) একটি বিমানে সৌদি আরবের রিয়াদ সফর জেল (ইমিগ্রেশন ক্যাম্প) থেকে ৪১ নারী দেশে ফেরেন। সে সময় একটি সূত্র জানিয়েছিল, দেশে ফেরার অপেক্ষায় এখনও ২৩১ নারী গৃহকর্মী। উল্লেখ্য, ১৯ জুন রাতেও সৌদি আরবের রিয়াদ সফর জেল থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে এয়ার এরাবিয়ার বিমানে দেশে ফিরেন ২৭ নিপীড়িত নারী। তার অাগের দিন ১৮ জুন, দেশে ফেরেন অারও ১৬ নারী গৃহকর্মী। আর ৪ জুন রাতে সৌদি আরবের রিয়াদ সফর জেল থেকে দেশে ফেরেন ৩০ নারী।