বিকেলে ইসির সঙ্গে দেখা করবেন বিএনপি প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপিরি একটি প্রতিনিধিদল।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি আজ সোমবার বিকেল তিনটার দিকে ইসিতে যাবেন। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিনিধি দলটি আগামী ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবে।

এর আগেও গত ৩ মে গাজীপুর ও খুলনা নির্বাচন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয় নিয়ে কথা বলতে ইসিতে গিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির তিন সদস্য।