ভালোবাসা অন্ধ, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া

ভারতের এক কলেজে প্রেমের সম্পর্কের কারণে সম্প্রতি দুই শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। আর এমন সিদ্ধান্তের সমালোচনা এক ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির কেরালা রাজ্যের উচ্চ আদালত।

ঘটনাটি ঘটে কেরালার সিএইচএমএম কলেজ ফর অ্যাডভান্সড স্টাডিজের বিবিএ শিক্ষার্থী মালবিকা বাবু (২০) ও একই বিভাগের বিশাক (২১) এর প্রেমের সম্পর্ককে নিয়ে। পরে তারা পালিয়ে বিয়েও করেন।

তাদের বহিষ্কারাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়ে ব্যাপারে শনিবার রায়ে কেরালার উচ্চ আদালত জানিয়েছেন, ভালোবাসা অন্ধ ও এটি মানুষের সহজাত মানবিক প্রবৃত্তি। প্রেম একান্তই মানুষের স্বাধীনতার বিষয়। এই ভালোবাসা কলেজে শিক্ষার পরিবেশে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে কী না তা সম্পর্কে কোনো প্রমাণ না থাকায় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাবে না।