অবৈধ অভিবাসীদের জন্য ‘সিটি কার্ড’ চালু

স্পেনের মাদ্রিদে অবৈধ অভিবাসীদের জন্য ‘সিটি কার্ড’ চালু করেছে মাদ্রিদ সিটি কর্পোরেশন। প্রথম দিনে ৬জন বাংলাদেশিসহ ৭জন অভিবাসী সিটি কার্ড গ্রহণ করেন। সিটি কর্পোরেশন এর ‘পাইলট প্ল্যান’-এর অংশ হিসেবে মাদ্রিদ সেন্টারে বসবাসরত অবৈধ অভিবাসীদের এই কার্ড প্রদান করা হবে। ১৮ জুলাই মাদ্রিদ সিটি কর্পোরেশনের ওকা সেন্ত্র অফিসে এ কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র মার্তা ইগেরাস।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রিদ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র মার্তা ইগেরাস বলেন, সম্পূর্ন বিনামূলে ‘সিটি কার্ড’ প্রদান করা হচ্ছে। মাদ্রিদ সেন্টারে বসবাসরত অভিবাসীরা সেপ্টেম্বর পর্যন্ত এ কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে শহরের অন্যান্য জায়গায় বসবাসরত অভিবাসীরা এ সুযোগ পাবেন।’ সিটি কার্ড প্রদানের প্রস্তাবকে অনুমোদন দেয়ায় স্পেনের নতুন ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টিকেও ধন্যবাদ জানান তিনি।

প্রথম দিন যে ৭জন অভিবাসী সিটি কার্ড পেয়েছেন, তারা হলেন- বাংলাদেশের নাফরিন আরা লোপা, আইয়ূব চুন্নু মিয়া, আব্দুল গাফফার, মো: সাইফুর রহমান, তালুকদার সিফাত ও মোবারক মিয়া এবং চীনের মিউসিউ জাঙ। এরা সবাই অভিবাসীদের নিয়ে কাজ করা বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’র মাধ্যমে সিটি কার্ড এর জন্য আবেদন করেছিলেন বলে জানান সংগঠনটির সভাপতি ফজলে এলাহি।

সিটি কার্ডের সুবিধাসমূহঃ ‘সিটি কার্ড’ অনথিভুক্ত অভিবাসীদের সিটির বাসিন্দা হিসেবে স্বীকৃতির একটি সনদ। এর মাধ্যমে কার্ডপ্রাপ্তরা সিটি কর্পোরেশন-এর অন্তর্ভুক্ত সুযোগ সুবিধাগুলো পাবেন। বিশেষ করে বিনামূল্যে মেডিকেল সুবিধা, কর্মমূখী প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন তাঁরা। তবে দুই বছর মেয়াদি এ কার্ড কোনো কাজ করার অনুমতি বা অন্য দেশে ভ্রমণের অনুমতি প্রদান করবে না বলেও তিনি জানান।

‘সিটি কার্ড’ প্রাপ্তির প্রক্রিয়াঃ বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এমন ব্যক্তি যেকোনো সনাক্তকরণ ডকুমেন্ট (যেমন পাসপোর্ট) এবং মাদ্রিদ সেন্টারে বসবাসের সনদ (এমপাদ্রনামিয়েন্তো) নেই বা অনিয়মিত কিংবা কোন সিটি কর্পোরেশন অনুমোদিত সামাজিক সেবা কেন্দ্র/সংস্থা; যারা বিনামূল্যে বসবাসের সনদ এর ব্যবস্থা করে থাকে, সে সনদ নিয়ে সিটি কর্পোরেশনে আবেদন করতে হবে।

আবেদনের জন্য মাদ্রিদ সেন্টারের যেকোনো ‘লিনিয়া মাদ্রিদ’ এর অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা টেলিফোনে ০১০ (৯১৫২৯৮২১০ যদি মাদ্রিদ সিটির বাইরে থেকে কল করা হয়) এপোয়েন্টমেন্ট নিতে হবে। তবে মাদ্রিদ সেন্টারে সিটি কর্পোরেশন অনুমোদিত ‘ভালিয়েন্তে বাংলা’ সংগঠনের মাধ্যমে কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে।

প্রসংগত, ২০১৭ সালের ডিসেম্বরে স্পেনে প্রথম শহর হিসেবে বার্সেলোনা সিটি কর্পোরেশন অবৈধ অভিবাসীদের জন্য ‘সিটি অধিবাসী কার্ড’ এর ঘোষণা দিয়েছিলো। কিন্তু সেজন্য অনেকগুলো শর্ত থাকায় অনেক অভিবাসী সে কার্ড পেতে ব্যর্থ হন।