সৌদি আরব থেকে গত রাতে দেশে ফিরে এসেছেন ৩৫ জন নারী। তাঁরা চাকরির উদ্দেশ্যে দালালদের মাধ্যমে দেশটিতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভাগ্যে চাকরি জোটেনি। জুটেছে নির্যাতন।
এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক কালের কণ্ঠকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসে ১৭ জন এবং এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসে করে ১৮ জন নারী দেশে ফিরে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, সাত-আট মাস আগে এই নারীরা সৌদি আরবে যান। দালালদের মাধ্যমে কয়েকটি রিক্রুটিং এজেন্সি তাঁদের সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে পাঠায়। কিন্তু তাঁদের ভাগ্যে কোনো ধরনের কাজ জোটেনি। বেশির ভাগ নারীই নির্যাতনের শিকার হয়েছেন।
দূতাবাসের লোকজন বিষয়টি জেনে তাঁদের দেশে ফেরত আনার ব্যবস্থা করে। এই নারীদের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।