কুয়েতে আতর ব্যবসায় প্রবাসী বাংলাদেশির দারুণ সাফল্য

তেল সমৃদ্ধ দেশ কুয়েত। তবে দেশটিতে আতর ও পারফিউম ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বহু বাংলাদেশি। বছরের পর বছর ধরে কুয়েতের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে এ ব্যবসা করে যাচ্ছেন তারা।

ভাগ্যের চাকা ঘুরাতে কুয়েতে পাড়ি জমিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। নানা কাজের পাশাপাশি জড়িয়ে পড়েছেন বিভিন্ন ব্যবসায়। আতর ও পারফিউমের ব্যবসা তেমনি একটি। যা সফলতা দিয়েছে অনেককেই। তেল সমৃদ্ধ দেশটির সবচেয়ে পুরাতন মার্কেট সুক মোবারকিয়াসহ বিভিন্ন স্থানে এ ব্যবসা সুনামের সঙ্গে করে যাচ্ছেন বাংলাদেশিরা। অর্জন করেছেন নানা পদকও।

পারফিউম ব্যবসায়ী জানান, কাতারে আমার চারটি দোকান রয়েছে। বাংলাদেশি ২০-২৫ জন লোক এখানে কাজ করে। ৪০ বছর ধরে এখানে আতরের ব্যবসা করে যাচ্ছি। আমার কাছে বিশ্বের সব দেশ থেকে আতর আসে। এই ব্যবসায় আমি গোল্ড মেডেলে পেয়েছি। ফ্রান্স, ইতালি, চায়নাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আতর ও পারফিউম আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা। আর এগুলোর ক্রেতা বেশিরভাগ কুয়েতের হলেও ভারতীয় ও বাংলাদেশিদের সংখ্যাও কম নয় বলে জানান বিক্রেতারা।

আতর ব্যবসায়ীরা জানান, দুবাই, কাতার, সৌদি ওমানসহ অনেক দেশের লোকজন এখান থেকে আতর ক্রয় করে থাকেন। সেই সঙ্গে আমাদের এখান থেকে তারা পাইকারি হিসেবে মালামাল নিয়ে যায়। দেশটিতে দীর্ঘদিন ধরে আতর ও পারফিউম ব্যবসায় বাংলাদেশিরা সফল হওয়ায় পরিবারের সদস্যদেরকেও এ ব্যবসায় যুক্ত করেছেন তারা।