কাশ্মীর সীমান্তে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩ সন্ত্রাসী

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে তিন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর এক অভিযানে তারা নিহত হয়। কুলগামে শুক্রবার ওই সন্ত্রাসীরা এক পুলিশ কনস্টেবলকে অপহরণ করে হত্যা করার পর আজ রবিবার এই অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। খবর এনডিটিভি’র।

খবরে বলা হয়, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মুতালহামা এলাকার বাড়ি থেকে কনস্টেবল সালেম শাহকে অপহরণ করা হয়। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

শাহ’র মৃতদেহ উদ্ধারের পরই সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী ও সেনাবাহিনী মিলে কুলগামের খুদওয়ানী এলাকায় এই অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে চালিত এই অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের একজন পাকিস্তানী।

অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর থেকে অভিযান শুরু হয়। সেখানে আরো সন্ত্রাসী লুকিয়ে রয়েছে কিনা তা তল্লাশি চালানো হচ্ছে।