সৌদিকে ঠেকাতে পুতিনের দ্বারস্থ হুথি নেতা

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা-অবরোধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন দেশটির হুথি বিদ্রোহীরা। সম্প্রতি পুতিনকে লেখা এক চিঠিতে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে এ আহ্বান জানান হুথি কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশাত।

ওই চিঠিতে আল-মাশাত বলেন, ‘সৌদি জোট কৌশলগত সব দ্বীপ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনে যুদ্ধ বন্ধে যেকোনো ন্যায়সঙ্গত ও স্থিতিশীলতার গ্যারান্টিযুক্ত পদক্ষেপ নেয়া উচিত।’

ওই চিঠিতে ইয়েমেনের সমুদ্রপথকে ‘মার্কিন হ্রদে’ পরিণত করার হাত থেকে রক্ষা করার জন্যও পুতিনের সাহায্য চাওয়া হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী সরকারের নেতৃত্বে রয়েছে শিয়া হুথিদের আনসারুল্লাহ আন্দোলন।

হুথিরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অস্ত্রের মুখে ক্ষমতাচ্যুত করলে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি জোটে রয়েছে আরব আমিরাত, বাহরাইন, মিশর, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত। এ যুদ্ধে নারী ও শিশুসহ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।