জেএসসি পরীক্ষার প্রস্তুতি:বাংলা নমুনা প্রশ্ন

শৈশব থেকে মধুসূদনের মনে কী হওয়ার তীব্র বাসনা ছিল?

বাংলা

মোছা. শামছুননাহার শেলী, সহকারি শিক্ষক

রবার্টসনগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ, রংপুর

১। বায়ু পরিবর্তনের জন্য চিকিত্সকের নির্দেশে লেখক কোথায় গিয়েছিলেন?

(ক) আসাম (খ) ত্রিপুরা

(গ) দেওঘর (ঘ) দার্জিলিং

২। ভাব ও কাজ প্রবন্ধে কী সে তত্পর হওয়ার ওপর জোড় দিয়েছেন?

(ক) বাস্তবধর্মী কর্মে (খ) আধ্যাত্মিক কর্মে

(গ) ভাববাদী কর্মে (ঘ) অবান্ধব কর্মে

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

গণ-অভুত্থানে সাফল্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে আসে। আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের । সেখানে লক্ষ

লক্ষ লোকের সমাবেশ ঘটে।

৩। এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে সেটি কবে সংগঠিত হয়?

(ক) ১৯৫২ সালে (খ) ১৯৬৬ সালে

(গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৯০ সালে

৪। উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?

(ক) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

(খ) ৫২-র ভাষা আন্দোলন

(গ) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

(ঘ) ৬৬-র ছয় দফা আন্দোলন

৫। আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে কোনটি ?

(ক) নকশিকাথাঁ (খ) কাপরের পুতুল

(গ) শীতলপাটি (ঘ) মাটির টেপা পুতুল

৬। সুখী মানুষ নাটিকার আলোকে প্রকৃত সুখী মানুষ কে ?

(ক) অনেক সম্পদের মালিক

(খ) ব্যাপক ক্ষমতার অধিকারী

(গ) আত্মিকভাবে তৃপ্ত ব্যক্তি (ঘ) সাধারণ জীবনাচরী

৭। হিজরী কোনসাল থেকে বাংলা সন চালু হয় ?

(ক) ৯৯০ (খ) ৯৯১ (গ) ৯৯২ (ঘ) ৯৩৩

৮। ‘বাংলা ভাষার জন্মকথা ’ প্রবন্ধে ফুটে উঠেছে ?

i.‘বাংলা ভাষার উত্পত্তি সংক্রান্ত বর্ণনা

ii.ভাষার পরিবর্তনশীলতার দিকটি

iii ভাষার স্থবিরতার দিকটি

নিচের কোনটি সঠিক?

(ক) i(খ) ii (গ) i ও ii (ঘ) i. ii ও iii

৯। মানবধর্ম কবিতার মূল কথা কী ?

(ক) জাতিধর্ম (খ) মনুষ্য ধর্ম

(গ) সমাজধর্ম (ঘ) লোকধর্ম

১০। শৈশব থেকে মধুসূদনের মনে কী হওয়ার তীব্র বাসনাছিল ?

(ক) ব্যবসায়ী (খ) শিক্ষক

(গ)কবি (ঘ) লেখক

১১। ‘অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া সুনিবিড় শান্তির নীর

ছোট ছোট গ্রামগুলি এই পঙিক্ততে প্রকাশিত হয়েছে?

(ক) মাঠের সংকীর্ণতা (খ) ছোটগ্রামের কথা

(গ) গ্রামীন প্রকৃতি (ঘ) ধুলাময় গ্রাম জীবন

১২। কবি কাজী নজরুল ইসলামকে স্বাধীনতার পর কখন বাংলাদেশে আনা হয় ?

(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে

(গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে

১৩। আবার আসিব ফিরে কবিতায় যে বৈশিষ্ট ফুটে

i .উঠেছে জীবন ও প্রকৃতির প্রতি মমত্ব

ii.স্বদেশের প্রতি ভালোবাসা

iii.বিশুদ্ধ জীবনবোধ ও দার্শনিক ভাবনা

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i. ii ও iii

১৪। রুপাই কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?

(ক) সোজন বাদিয়ার ঘাট (খ) নক্সী কাঁথার মাঠ

(গ) বালুচর (ঘ) মাটির কান্না

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।

মাগো ওরা বলে, সবার কথা কেড়ে নেবে

তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবেনা

বলো, মাতাই কি হয়?

তাইতো আমার দেরী হচ্ছে

তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেইনা বাড়ি ফিরবো।

১৫। উদ্দীপকের ভাবের সাথে কোন চরনের মিল আছে।

i.ওরা গুলি ছোড়ে এদেশের প্রানে দেশের দাবিকে রাখে

ii .দারুন ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারী

iii .রাতজাগা চাঁদ চুমু খেয়েছিলো শেষে

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) iও ii (গ) i ও iii (ঘ) ii ও iii

১৬। উল্লিখিত কবিতাংশে‘একুশের গান’কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে ?

(ক) শহিদের অধিকার (খ) প্রতিশোধ স্পৃহা

(গ) শহিদের স্মৃতিচারণ (ঘ) শহিদের ত্যাগ

১৭। কোন ভাষারীতি শুধু লেখায় ব্যবহূত হয়।

(ক) সাধু ভাষারীতি (খ) চলিত ভাষারীতি

(গ) আঞ্চলিক ভাষারীতি (ঘ) প্রমিত ভাষারীতি

১৮। ‘এদের’ কোনপদের চলিত রুপ?

(ক) বিশেষ্য (খ) সর্বনাম

(গ) বিশেষণ (ঘ) ক্রিয়া

১৯। কোনটি মৌলিক স্বরধ্বণি?

(ক) ই (খ) উ (গ) ঐ (ঘ) ঔ

২০। ‘দিগন্ত’শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) দ্বিগ+অন্ত (খ) দিক্+অন্ত

(গ) দিক+অন্ত (ঘ) দিগ+অন্ত

২১। শব্দের প্রাণ কী?

(ক) অর্থ (খ) ধ্বণি

(গ) বর্ণ (ঘ) অক্ষর

২২। অনাথ শব্দের বহুবচন কোনটি ?

(ক)অনাথী (খ) অনাথিনী

(গ) অনাথা (ঘ) অনাথীনী

২৩। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন বাক্যটিতে কোন ধাতুর উদাহরণ ?

(ক) নামধাতু (খ) প্রযোজক ধাতু

(গ) কর্ম বাচ্যের ধাতু (ঘ) সংস্কৃতি ধাতু

২৪। কোনটি মৌলিক ধাতু

(ক) হাতা (খ) ঘুম (গ) করা (ঘ) দেখ

২৫। অনুকার শব্দ ধন্যাত্বক শব্দেরই—

(ক) প্রতিরুপ (খ) অনুরুপ

(গ) রকম ভেদ (ঘ) রকমফেরমাত্র

২৬। ছেলেটি গরিব কিন্তু মেধাবি- বাক্যটি কোন ধরনের?

(ক) স্বাধীন খন্ড বাক্য (খ) সরলবাক্য

(গ)জটিলবাক্য (ঘ) যোগিকবাক্য

২৭। বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহূটি বসে।

(ক) হাইফেন (খ) কমা

(গ) দাঁড়ি (ঘ) লোপচিহূ

২৮। নিচের কোন বানানটি সঠিক ?

(ক) ধরণ (খ) পরায়ন

(গ)আয়রন (ঘ) শিহরন

২৯। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি ?

(ক)শশাঙ্ক (খ) পবন

(গ)ভানু (ঘ) অনল

৩০। হ-য-ব-র-ল-বাগধারাটির অর্থ কী?

(ক)বিশৃঙ্খলা (খ) বৃথা চেবটা

(গ)জটিলকরা (ঘ) অপদার্থ