মেসি চান না বলেই ইকার্দি বারবার আর্জেন্টিনা দলে উপেক্ষিত এমন কথাও বহু প্রচলিত। লিওনেল মেসি আর মাউরো ইকার্দির সম্পর্কটা এখন আর শুধু অপছন্দে’র মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকছে না, একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্প্যানিশ গণমাধ্যগুলো অন্তত তেমন খবরই দিচ্ছে। ইকার্দিকে নাকি দলে ভেড়ানোর পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ! ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যতা পূরণের জন্য বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে ভাবছে রিয়াল।
এডেন হ্যাজার্ড নাকি রিয়ালে আসতে চাচ্ছেন। কিন্তু বার্সেলোনার টানাটানি আর চেলসির বাধাতে সেটাও অনিশ্চিত। এসব কারণেই ইকার্দির দিকে নাকি ঝুঁকছে রিয়াল।শেষ পর্যন্ত চুক্তিটা হয়ে গেলে মেসি-ইকার্দি যে চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছেন সেটা আর আলাদা করে না বললেও চলে।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কয়েক যুগ ধরেই তো একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। সম্প্রতি সময়ে ইন্টার মিলানের হয়ে দারুণ খেলেছেন ইকার্দি। সবমিলিয়ে ইকার্দিকে পেতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিতো পেরেজ নাকি আলোচনাও শুরু করে দিয়েছেন। দেখা যাক, এই আলোচনা কোথায় গিয়ে শেষ হয়।