ওয়েটার বকশিস পেলেন ১৮ লাখ টাকা!

রেস্টুরেন্টে খাবার শেষে ওয়েটারকে বকশিস কম বেশি সবাই দিয়ে থাকেন। কিন্তু সেটা কতটা। ১০, ২০, ৫০ কিংবা ১০০ টাকার বেশি বকশিস কাউকে দিতে দেখেছেন? হয়তো না। কিন্তু পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো খাবার টেবিল থেকে উঠার আগে ওয়েটারকে পুরো ২৩ হাজার ডলারের একটি চেক দিয়ে এসেছেন, যা বাংলাদেশি টাকায় ১৮ লাখ ৮৬ হাজার টাকার সমান।

রাশিয়া বিশ্বকাপ শেষে পুরো পরিবার নিয়ে এখন গ্রিসে ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেই একটি রিসোর্টে কর্মীদের জন্য রেকর্ড পরিমাণ বকশিস রেখে এসেছেন এই তারকা।

এই ৩৩ বছর বয়সী ফুটবলার পারিশ্রমিক প্রাপ্তির দিক থেকে খেলোয়াড়দের মধ্যে বিশ্বে তৃতীয় স্থানে আছেন। সেই বিলাসী রিসোর্টে তার অবস্থানটাও খরচবহুল হবে এটাই স্বাভাবিক। এত বড় তারকা এসেছেন, কাজেই রিসোর্টের কর্মীরা তাকে প্রাণখুলে সেবা দিয়েছেন। এ কারণে কর্মীদের প্রতি বেজায় খুশি তিনি।

পেলোপনিস অঞ্চলের এই রিসোর্ট ছাড়ার আগে কর্মীদের জন্য কেবল টিপস হিসেবেই সেই চেকটি রেখে যান ক্রিশ্চিয়ানো রোনালদো।