বন্দুকধারীর হামলায় শুক্রবার এক ইসরায়েলি সেনা নিহত হয়। এর পাল্টাজবাব হিসেবে গাজা উপত্যকার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।নিহতদের মধ্যে তিনজন হামাসের সদস্য বলে জানা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের ১৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া খান ইউনিস এলাকায় ২৫ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
উল্লেখ্য, হামাসের ওপর গত সপ্তাহে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এটি ছিল ২০১৪ সালের পর সর্ববৃহৎ হামলা। এর আগে গাজা উপত্যকায় রকেট ও মর্টার হামলাও চালানো হয়।
প্রসঙ্গত, গত ১৭ সপ্তাহ ধরে ফিলিস্তিনিরা সীমান্তে বিক্ষোভ করছে। বিক্ষোভে এ পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৫ হাজার ফিলিস্তিনি নাগরিক।